Show newer

প্রবৃত্তি একজন রাজাকে দাস বানিয়ে ছাড়তে পারে। আর ধৈর্য একজন দাসকে রাজার পর্যায়ে পৌঁছে দিতে পারে।
-ইমাম আল-গাজ্জালি (রহঃ)

অসহায়াত্ব রবের কাছে প্রকাশ করলে মর্যাদা বৃদ্ধি পায় আর মানুষের কাছে প্রকাশ করলে মর্যাদা হ্রাস পায়।
-শাবিব তাশফি

রাসূল সাঃ বলেছেন-মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে, ইসলাম আবার মদিনায় ফিরে আসবে ঠিক যেমন সাপ তাঁর গর্তে ফিরে যায়।
-সহি বুখারী হাদীস নং ১৮৭৬

যে জিনিসটি বহু মানুষকে তাদের অজান্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং তাদের নেক আমল গুলোকে বরবাদ করে দিচ্ছে তা হল-গীবত!
-শাইখ আব্দুল আজিজ তারিফী

যদি তুমি আল্লাহকে ভয় করো, তবে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুমি যদি অন্য কাউকে ভয় করো, তবে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না।
-ফুদ্বাইল ইবনু ইয়াদ্ব রাহিঃ

অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যা মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।
-আবুল হাসানাত কাসিম

তাওহীদ বাদীরা সবচেয়ে বেশি পরিমাণে জাহান্নামী হবে বান্দার হক নষ্ট করার কারণে।
-আল মুনাওয়ী রাহিঃ, ফাইযুল ক্বাদীরঃ ৩/৫৬৫

মৃতদের জন্য জীবিতদের করণীয়-র মধ্যে সবচেয়ে উত্তম কাজটি হলো দু’আ করা।
-ফাতাওয়া নুর আলাদ দাবর ২১৬

একদিন নিশ্চই আল্লাহ চোখের পানিগুলো মুছে দিবেন, অন্তরগুলো প্রশান্ত করবেন, তুমি শক্ত হয়ে জমে থাকো, কখনো ঝরে যেও না।
-তারিক মেহান্না, বইঃ কখনো ঝরে যেওনা

অতএব (হে জ্বীন ও মানুষ) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে?
-সূরা আর-রহমান, আয়াতঃ ১৮

কীভাবে সবর করবো? - ঠিক যেভাবে আপনি সিয়াম রাখেন, সেভাবে। দিনটা যতো দীর্ঘই হোক, আপনি নিশ্চিতভাবেই জানেন যে, মাগরিবের আযান শোনা যাবেই।

প্রিয় জিনিসটা পা-ও নিই? আল্লাহ বলেন, তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর।
-সূরা বাকারাঃ ২১৬

মৃত্যুটা খুব বড় বিপদ নয়, বড় বিপদ ও ভয়াবহ সংকট হলো সেটা, যেটা মৃত্যুর পর ঘটবে।
বইঃ এখনই ফিরে এসো, পৃষ্ঠা- ৪০

কাকে ব্যাস্ততা দেখাচ্ছেন যিনি সময়ের স্রষ্টা?

তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো।
-সূরা আন-নিসা, আয়াতঃ ৭৮

আমি বেশ কিছু মানুষকে পেয়েছিলাম, যাদের কোনো দোষ-ত্রুটি ছিল না। এরপর তাঁরা মানুষদের দোষ-ত্রুটি নিয়ে কথা বলা শুরু করলে আল্লাহ তাদের কিছু দোষ-ত্রুটি তৈরি করে দিলেন।

আবার এমন কিছু মানুষকে পেয়েছেলাম, যাদের দোষ-ত্রুটি ছিল। তাঁরা মানুষের দোষ-ত্রুটির ব্যাপারে নীরবতা অবলম্বন করেছিল, ফলে আল্লাহও তাদের দোষ-ত্রুটি ঢেকে দিয়েছিলেন।
-ইমাম মালেক(রাহিঃ), আয-যাখীরার পৃষ্ঠাঃ-(১৭৫-১৭৬)

কারো দুর্যোগে বিদ্রুপ করা গর্হিত কাজ, ইবনু সিরিন রহঃ বলেন-একবার এক ব্যক্তিকে আমি গালি দিয়ে বলেছিলাম “হে হতদরিদ্র” এ ঘটনার চল্লিশ বছর পর আল্লাহ আমাকে দরিদ্র বানিয়ে দিয়েছেন।
-সয়দুল খাতিবঃ ৪৪

প্রবৃত্তি একজন রাজাকে দাস বানিয়ে ছাড়তে পারে। আর ধৈর্য একজন দাসকে রাজার পর্যায়ে পৌঁছে দিতে পারে।
-ইমাম আল-গাজ্জালি (রহঃ)

আপনি যখন কারো উপরে জুলুম করার ক্ষমতা রাখেন, তখন এটাও মনে রাখবেন-আল্লাহ আপনার উপরেও ক্ষমতাবান।
-শাইখ আহমাদ মুসা জিবরীল হাঃ

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি, যে বিপদে পড়লে ধৈর্যধারণ করে আর কোন কিছু লাভ করলে শুকরিয়া আদায় করে।
-মুতাররিফ ইবনু আব্দুল্লাহ

Show older