Show newer

ইলেকট্রনিক মাইক্রোস্কোপে পিঁপড়ার ছবি। 🐜

ধর্ম মন্ত্রণালয়ের কাজ কি শুধুই চাঁদ দেখা.?
বিশ্বজয়ী হাফেজদের দেশে আসার পর তাদেরকে সুন্দর ভাবে রিসিভ করা' সংবর্ধনা দেয়া-পুরষ্কৃত করা' কি তাদের দায়িত্ব বোধের মধ্যে পড়ে না? জনগনের টাকাগুলি একটু হালাল করে খা রে ভাই....

কিছু কিছু লোক এত বুদ্ধিজীবি যে সারা জীবন তাদের গবেষনা করতে করতেই কেটে যায়। কিছু করা হয়ে উঠে না।

সুন্দর দিন কখনো ফিরে আসে না! কারণ যা অতীত হয়ে যায় তাই সুন্দর!🌸

জীবনে একটা সময় ভাববেন যাদের সাথে দীর্ঘ্য সময় আপন হয়ে থাকতে পারবেন, ভবিষ্যতে আবিস্কার করবেন সেই মানুষটাই সবার আগে দূরে চলে গেছে। ধীরে ধীরে মাসের পর মাস বা দিনের পর দিন রঙিণ ভাবনাগুলি আর কষ্টগুলি দিয়ে যেই স্বপ্নগুলি সত্যি করে তুলবেন, অচীরেই দেখবেন তা অন্য কেও ভোগ করছে। আপনি না।

পৃথিবীতে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কোন লাভ নেই। কোন পরিকল্পনায় এখানে আপনার জন্য চিরস্থায়ী হবে না। একমাত্র আল্লাহর ইবাদাত ছাড়া।

-দাউদ সাইফ।

⭕ ভেবে দেখলাম,কথাগুলো অনেক মূল্যবান সম্পদ।

🎴হাকীম আত-তিরমিযী রাহিমাহুল্লাহ বলেন,
"পাঁচজনের কল্যাণ পাঁচ জায়গায়:
1- বালকের কল্যাণ মক্তবে।
2- যুবকের কল্যাণ ইলমে।
3- বৃদ্ধের কল্যাণ মসজিদে।
4- নারীর কল্যাণ গৃহে।
5- ক্ষতিকর ব্যক্তির কল্যাণ কারাগারে।
- যাহাবী, আস সিয়ার 13/441

সৃষ্টিকর্তা কাউকে ঠকান না
হয়তো জিতিয়ে দেন,
নয়তো শিখিয়ে দেন।

ভারতের বলিউডের নায়িকা নোরা ফাতেহীর নাম নোরা ফাতেহী না রেখে "নোংরা ফাতেহী" রাখলে একেবারে উপযুক্ত মানানসই হতো 👌👌
মহিলাটার পোশাক-আশাক একেবারে খোলামেলা নোংরা ও উৎশৃঙ্খল।

- নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে! জ্ঞান অনেকেই দিবে কিন্তু সঙ্গ কেউ দিবেনা!🌸🥀

Cryptocurrency is not an investment.
It’s a choice your heart makes 🧘‍♀️

নিজের সফলতার গল্প বে-যায়গায় বলার চেয়ে না বলাই উত্তম।

কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহর কাছে, যে আমাকে সুন্দর পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন।

Anticipate $BRISE listing on
@Biconomy_Global
on the 20th September, 2022.

আপনাদের জেলায় আঞ্চলিক ভাষায় এগুলারে কি বলে,

COCA ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কনেমার্কেটক্যাপে এখনও লিষ্টিং হওয়া বাকি। যেকোন সময় আসতে পারে সংবাদ।

কাপ লইয়া গেল দেউলিয়া! 😳😳😳
অভিনন্দন 💛

- হঠাৎ একদিন হা'রি'য়ে যাবো এই "ভার্চুয়াল" নামক জায়গা থেকে!

- পড়ে থাকবে সখের "আইডিটা" আর হারিয়ে যাবে 'আইডি' চালানো মানুষটা।

প্রবাসীরা যে মাধ্যমেই টাকা পাঠায় এই টাকা তো দেশে পরিবারের কাছেই যায়! হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যদি অপরাধ হয়! তাহলে যারা দেশের টাকা বাহিরে নিয়ে বাড়ি গাড়ি করতাছে তারা তো ছওয়াব এর কাম করতাছে !!

Even crocodiles know the power of the mother slipper.

হজ্জ করে এসে নামের শেষে যদি হাজী লেখাটা খুব দরকার🙄🥴তাহলে পরের হক মেরে হারাম খেলে নামের শেষে 🥹হারামি বা হারাম খোর লেখাটা আরো বেশি দরকার😆

Show older