Show newer

আসসালামু আলাইকুম

ভালোবাসি এ কথা কি
মুখ ফুটে বলতে হয় !
এটুক যদি নাইবুঝ কিসের এত অভিনয় ! ! !
না হয় আজ বলে দিলাম
ভালোবাসি তোমায়
শুধু তোমায় ...........................।

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেন:

"যখন তিনজন ব্যক্তি একত্রে থাকে, তখন যেন তৃতীয় জনকে রেখে দু'জন কানে কানে কথা না বলে।"

- [মুসনাদে আহমাদ, আস-সহীহা: ১৪০২]

আবূ হুরাইরাহ আব্দুর রহমান ইবনুূ সাখর রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

‘‘নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।’’

- [সহীহুল বুখারী ৫১৪৪, ৬০৬৬, মুসলিম ২৫৬৪]

Show older