Show newer

"পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য। উদ্যান, আঙ্গুর, সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী। সূরা আন-নাবা: 31,32,33

সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে দায়িত্ব পাওয়ার পরে যে সব পরিবর্তন গুলো হচ্ছে....‼️💜

১/মুশফিকুর রহিমের উইকেট কিপিং ফিরে পাওয়া 😍
২/কোচ রাসেল........ টি টোয়েন্টি থেকে বিদায় 💙
৩/সাব্বিরের টি টোয়েন্টি দলে ফেরা
৪/হাসান মাহমুদ ইনজুরিতে পড়ার কারণে সাকিবের প্রথম চাওয়া রুবেল হোসেন অথবা আলামিন হোসেন।
৫/আলামিনকে প্রস্ততি ম্যাচের জন্য ডাকা হয়েছে।

অভিনন্দন বাংলার সুপার স্টার সাকিব আল হাসান...!!! 💙❤️

শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সুরত ধরে ➯

হযরত আলী (রাঃ)

বাকের ভাই চমৎকার মানুষ হওয়া সত্ত্বেও মুনা তাকে ভালোবাসে নি!😊

যদিও গল্পটা ব্যর্থতায় ভরা,
তবুও আমি আমার গল্পে সেরা।

অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ নয় ৪ কোটি।

সিনেমার ইরানিয়ান নির্মাতা মোর্তজা অতাশ জমজম ইনস্টাগ্রামে 'দিন দ্য ডে' সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এই তথ্য পাওয়া গেছে।

ভারতীয় ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বাধিক রান—

🔸বিরাট কোহলি–২৬৩ রান
🔸রোহিত শর্মা–২৫৮ রান
🔸শুভমান গিল–২৪৫ রান ✨

এজন্যই বিয়েতে প্রেম শেষ করতে চাইনা অনেকে,প্রেম থাকুক প্রেমের সম্মানে। একটু চালাক না হলে দুনিয়ায় টেকা খুব মুশকিল 🥴

আমরা মনে করি প্রেমের পরিণতি বিয়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিয়েতে প্রেম শেষ হয়ে যায়। তাছাড়া প্রেমিক হিসেবে কেউ অসাধারণ হতে পারে কিন্তু স্বামী হিসাবে অযোগ্য হওয়া বিচিত্র নয়।

~সমরেশ মজুমদার

হযরত মাওলানা জালালুদ্দিন রুমি (রহঃ) বলেছেন–

তুমি যদি প্রভুকে নিজের মধ্যে অন্বেষণ না করো, তাহলে তুমি কখনোও প্রভুকে খুঁজে পাবে না, কারণ তিনি তোমার সাথেই মিশে আছে,
তোমার জন্মের শুরু থেকেই!

রেফারেন্স- আমার মুর্শিদ আমার দর্শন কিতাব পৃষ্ঠা নং-২৭৯]

জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসাইন (আঃ) এর শির মোবারক বহনকারী এই সেই বাক্স 😢

এটি মিশরের একটি মিউজিয়ামে সংরক্ষিত আছে 🌺

বাক্সটি মোনাফেকদের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। কিন্তু এটি ইমাম হোসাইন (আঃ) এর প্রেমিকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ❤️

এটি কারবালার চেতনাকে জাগ্রত করে।
এটি হক্ব ও বাতেলের চেতনাকে জাগ্রত করে।
এটি মোমিন এবং মোনাফেকের পার্থক্যকে স্মরণ করিয়ে দেয়।

🌺 মুহাম্মদী ইসলাম- জিন্দাবাদ 🌺

গভীর রাতে জিয়ারত কারী একজন আশেকের ক্যামেরায় গাজীয়ে দ্বীন ও মিল্লাতে মোজাদ্দিদ খাজা ইমাম শেরে বাংলা এ কে ফজলুল হক (রহঃ) এঁর মাজার শরীফের ( হাটহাজারী, চট্টগ্রাম) অলৌকিক দৃশ্য।

🌺 আল্লাহর অলিরা কখনও মরে না 🌺

রাসুলুল্লাহ (সাঃ) এঁর অলৌকিক মোজেজার এই সেই সাহাবি গাছ যে গাছের নিচে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) বিশ্রাম নিয়ে ছিলেন। তাঁর দোয়ার বরকতে প্রায় সাড়ে চৌদ্দশত বছর পর আজও গাছটি জীবিত। জর্ডানের মরুভূমির সাফাই নামক স্থানে গাছটি এখনও ক্লান্ত পথিকদের সুশীতল ছায়া দান করে আসছে।

🌺 সুবহানআল্লাহ 🌺

Apne Hisaab se jeena Seekh jaao,😎
Varna, Dusre apne hisaab se jeena sikha denge.🤐

তবে তাই যদি হয়
করি নাকো ভয়,
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়🙂

রব থেকে তুমি যত দূরে সরে যাবে, দুনিয়ার কষ্ট যন্ত্রণা তোমাকে ততই জড়িয়ে নিবে।

শমছে তাবরেইজ (রহ)

Hum bure log hai janab 🤭🤭
bure waqt me kaam aayenge 😎😎

আমি একটা অপরাধ করেছিলাম, এর জন্য আমাকে বিচারের আওতায় আনা হয়েছিল। বিচারে আমি বাঁচার জন্য মিথ্যা বলেছিলাম। কিন্তু মিথ্যা আমাকে বাচাতে পারেনাই, বিচারে আমার শাস্তি হয়েছিল।
এখন আমার প্রশ্ন হল এই মিথ্যার শাস্তি কি আখেরাতে আমাকে আবার দেওয়া হবে? আমি তো লজ্জিত,,,,,,,,,

"বিরাট কোহলির অধীনে ভারত টেস্ট ক্রিকেটে উন্নয়নের পথ দেখেছে। তার অধীনে ভারত সত্যিই টেস্ট ক্রিকেটকে অনেক গুরুত্ব সহকারে খেলেছিলেন। বিরাটের নেতৃত্ব ছিল অসাধারণ।" -- বলেছেন গ্রায়েম স্মিথ

অস্তীর মনের মানুষেরাই জীবনে বারং বার দূর্গটনার কবলে পতিত হয় ।। ।।

অস্তীর মনের মানুষেরাই জীবনে বারং বার দূর্গটনার কবলে পতিত হয় ।। ।।

Show older