Show newer

আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাই দিয়েছি
এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি।
তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার কর।

-[ সুরা আরাফ ৭:১০ ]

মরুর বুকের মরিচীকার চেয়ে বেশি তৃষ্ণার্ত হলো সেই চোখ! যেই চোখ তার প্রিয় মানুষ কে দেখেনি বহুদিন!🙃🙃

মানুষের প্রেমে পরো না জীবন ধ্বংস হবে,আল্লাহর প্রেমে পরো,জীবন সুন্দর হবে।

কেউ প্রতিশ্রুতি দিয়েও
ছেড়ে চলে যায়! আবার
কেউ রোজ থাকবো না বলেও
শেষ অবধি থেকে যায়!

নীরব থাকলে ভালো না হোক ;
ক্ষতির সম্ভাবনা খুব কম'ই থাকে...!

শরৎ এসেছিল।
হ্যাঁ, সেদিন একটুকরো শরৎই এসেছিল।
হাজারো শিউলি ফুটেছিল।
স্নিগ্ধ ঘ্রাণের আবেশে চারপাশ সে কি মাতোয়ারা !
বাতাসের নরম ঢেউয়ে কাশফুলও গা এলিয়েছিল।
কোটি কোটি নক্ষত্রের মাঝে চাঁদ বড় হেসেছিল।
আর প্রেম?
চুপিচুপি হয়ত সেও এসেছিল!

সাবাস তাকরিম! দু’আ ও অভিনন্দন তোমায়।

ওর তিলাওয়াতে একটা বিশেষ আবেদন আছে। রীতিমত মন ছুঁয়ে যায়।

সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক। তাকরিমরা বেশি বেশি জন্ম নিক এ ভূখন্ডে। ছড়িয়ে দিক কুরআনের সুধা বিশ্বময়।

আপনি যত বড় ‌শিক্ষিত হয়ে থাকুন না কেনো
মানুষের সাথে সুন্দর ভাবে
চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নাই

- প্রিয় থেকে অপ্রিয়!
- Best friend থেকে Just Friend.!🙂

- গু"রুত্ব থেকে বি"রক্ত, প্রিয়জন থেকে প্রয়োজন.!😥
- পা"র্থক্য শুধু সময়ের.!😅💔

নিজে সৎ থাকলে ঠকে গেলেও শান্তি লাগে!'🖤

সম্পর্কের চেয়ে সম্পদের গুরুত্ব বেড়ে গেলে বিপর্যয় অনিবার্য !

আল্লাহ তো আপনার
হৃদয়ের অবস্থা জানেনই
🌹 ভরসা রাখুন 🌹
ভালো কিছু হবে ইনশাআল্লাহ

যে কষ্ট আপনাকে আল্লাহর কথা স্মরণ করায়, সেটা কষ্ট না সেটা হচ্ছে নিয়ামত!

১জন হাফেজ একাই হারিয়েছেন ১১১ টি দেশকে।❤️
আলহামদুলিল্লাহ্।

খেলোয়ারদের ক্রীড়া মন্ত্রী যদি সম্মাননা দিতে পারে তাহলে, আমাদের ধর্ম মন্ত্রী কি করেন হারায়ে গেছেন নাকি জানেন না?

খেয়াল রাখা আর আর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে।

বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে নিয়ে দেশের প্রথম সারির মিডিয়া গুলোর মধ্যে
আরটিভি, প্রথম আলো,দেশটিভিকে নিউজ করতে দেখলাম। আর বাকি গুলো কি মারা গেছে নাকি?

🇸🇦সৌদিতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনালে
১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের ছোট্ট বন্ধু হাফেজ ত্বাকরিম ৩ য় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ।

is not about monkey pictures. is next-gen internet, finally curbing censorship and mass-surveillance. And it's finally been built:

- a web3 browser
- decentralized social media
- decentralized end-to-end encrypted Point Mail
- decentralized Point Drive
- and more:

Show older