Follow

এবার ড্রোন বানিয়ে চমক সবুজের
চালকবিহীন বিমান তৈরির পর এবার জমিতে কীটনাশক ছিটানো ড্রোন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গহীন গ্রামের বাসিন্দা সবুজ সরদার। অবাক করা এই ড্রোনটি দিয়ে অনায়াসে ২০ মিনিট আবাদি জমিতে কীটনাশক ছিটানো যায়। দূর থেকে রিমোট এবং জিপিএস’র মাধ্যমে ড্রোনটি নিয়ন্ত্রণ করা সম্ভব। উন্নতমানের ড্রোন তৈরি করে কৃষি কাজে ব্যবহার ‍উপযোগী করতে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তার আবেদন জানিয়েছেন ভ্যানচালকের ছেলে সবুজ সরদার ।

· · Web · 1 · 13 · 9
Sign in to participate in the conversation