Follow

প্রেম ও প্রকৃতি
রবীন্দ্রনাথ ঠাকুর
স্বপনলোকের বিদেশিনী কে যেন এলে কে
কোন্‌ ভুলে-যাওয়া বসন্ত থেকে॥
যা-কিছু সব গেছ ফেলে খুঁজতে এলে হৃদয়ে,
পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে॥
বুঝি মনে তোমার আছে আশা
কার হৃদয়ব্যথায় মিলবে বাসা।
দেখতে এলে করুণ বীণা— বাজে কিনা হৃদয়ে,
তারগুলি তার কাঁপে কিনা— যায় কি সে ডেকে॥

· · Web · 0 · 10 · 6
Sign in to participate in the conversation