Follow

২০১৩ সালে, সেই ক্লাস ফাইভে পড়াকালীন সময়ে হাইস্কুলের বারান্দা দিয়ে আমার ক্লাসে যেতে হত। যখন হেটে হেটে হাইস্কুলের ক্লাসগুলো পর্যবেক্ষণ করতাম তখন একটা রুমে বিশাল সংগ্রহ দেখে ভাবতাম এত বই পড়েটা ক্যা? সারাদিন রুমটা রোবটের মত খালি থাকত। আসলে তখন দুই একজন ছাড়া কেউই লাইব্রেরীর সাথে সম্পর্ক ছিল না। সারাটা বছর খালি থাকত।

Sign in to participate in the conversation