কালীগ্রাম কৃষি ব্যাংকের হিসাব খাতা। 'অত্যাচারী শাসক' তাঁর নোবেল বিজয়ের যে লক্ষাধিক টাকা এ ব্যাংকে দিয়েছিলেন, সে হিসেবেও এ খাতায় আছে।

প্রাচীন রোমে, 'Triumph' ছিল একটি অসাধারণ বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী জেনারেলের জন্য সংরক্ষিত একটি বিশেষ প্যারেডের আয়োজন করা হতো এবং তাকে সর্বোচ্চ সম্মান

এত কিছুর পরেও তিনি তো থেমে যাওয়ার মানুষ ছিলেন না? তাদের মেয়াদ শেষে, পূর্ববর্তী রাষ্ট্রপতিরা অন্য দেশ এবং ভারতের যে কোনও জায়গা থেকে যা কিছু জিনিস পেয়েছিলেন (উপহার / ট্রফি / সম্মানজনক জিনিস) সেগুলো সব তিনি নিজের বাড়ি নিয়ে চলে যান|

বাবার অভাবের সংসারে খেয়ে না খেয়ে বেড়ে উঠতে লাগল "কৃষ্ণা"। সাধারণত ছোটকাল থেকেই মেয়ে শিশুরা পুতুল, হাঁড়ি-পাতিল, কুলা এসব নিয়ে খেলা করে থাকে। কিন্তু কৃষ্ণা ব্যস্ত থাকতো ভাইদের সাথে সারাদিন সাইকেল, ডাংগুলি আর ফুটবল নিয়ে।

কৃষ্ণার এসব কাণ্ড দেখে গ্রামের লোকেরা নানা ধরণের কথা বলতে লাগল। কৃষ্ণার মা নীরবে হজম করতেন সে সব কথা। মেয়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে তাকে উৎসাহ যোগাতেন তিনি। কিন্তু স্বপ্নেও ভাবেননি মেয়ে তার এতদূর যাবে।

আত্মজীবনীমূলক গ্রন্থ খুব কমই পড়া হয়েছে;তার মধ্যে এই গ্রন্থটি এখনো মনে দাগ কেটে আছে।আরো কিছু বইয়ের নাম দিচ্ছি আপনি যেহেতু জানতে চেয়েছেন কিন্তু ঐ বইগুলো আমার এখনো পড়া হয়নি।টু রিড লিস্টে অপেক্ষমাণ আছে।তাই ঐগুলো সম্পর্কে কিছু বলতে পারছি না-

বইয়ের লেখা বেশ তাৎপর্যপূর্ণ। লেখক বিভিন্ন স্নায়ুবিজ্ঞানের গবেষণাপত্র বিশ্লেষণ করে দেখিয়েছেন যে আমাদের কাজের পেছনে নিজস্ব অবদানের চেয়ে বাইরের প্রভাবের অবদানই বেশি। এমনকি এরকমও পরীক্ষা আছে যেখানে দেখানো যায় যে আপনি সকালে উঠে চা খাবেন না কফি সেটাও আপনার সচেতন মন decision নেওয়ার ২-৫ সেকেন্ড আগেই একটা কম্পিউটার সফ্টওয়ারের সাহায্যে আপনার মস্তিষ্ক থেকে স্নায়ুতরঙ্গ বিশ্লেষণ করে বলে দেওয়া যায়। অর্থাৎ আপনার সচেতন মন যে সিদ্ধান্ত

জীবনকে সুন্দর করার টিপস
.
১. প্রতিদিন ঘুমান গড়ে সর্বোচ্চ ৬ ঘণ্টা। বেশি সময় নয়, ভালভাবে ঘুমানোই বড় কথা।মোবাইল সাইলেন্ট করে আর ল্যাপটপ দূরে রেখে ঘুমাবেন।

২০১৩ সালে, সেই ক্লাস ফাইভে পড়াকালীন সময়ে হাইস্কুলের বারান্দা দিয়ে আমার ক্লাসে যেতে হত। যখন হেটে হেটে হাইস্কুলের ক্লাসগুলো পর্যবেক্ষণ করতাম তখন একটা রুমে বিশাল সংগ্রহ দেখে ভাবতাম এত বই পড়েটা ক্যা? সারাদিন রুমটা রোবটের মত খালি থাকত। আসলে তখন দুই একজন ছাড়া কেউই লাইব্রেরীর সাথে সম্পর্ক ছিল না। সারাটা বছর খালি থাকত।

ঢাকের আওয়াজ এখনও বাজে,
দুই কানে সারাক্ষন,
বিদায় বেলায় আজকে মা’গো ,
বিষাদে ভরে মন।

মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায়,
মাটি রাঙিয়ে যাবে,
আসছে বছর আবার মা’গো,
সবাই তোমার দেখা পাবে।

আলসার হলে অতিরিক্ত গরম ও ঠান্ডা খাবার না খাওয়াই ভালো। এক্ষেত্রে টকদই, মাঠা, ঘোল, ইসবগুলের ভুসি বেশ ভালো কাজ দেয়। এছাড়া নরম ভাত, আলু সেদ্ধ, সুজি, সাগু, পাতলা মুরগির স্যুপ, বার্লি ইত্যাদি খাওয়া যায়।

বিয়ে সবার জীবনেরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম। এজন্য বিয়ের আগে দুজনের সম্পর্কেই একে অন্যের জানা উচিত। না হলে বিয়ের পর নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সবারই উচিত বিয়ের আগে পছন্দের মানুষের সঙ্গে বিয়ের বিষয়ে খোলামেলা কথা বলা।

পর্যাপ্ত ঘুম জরুরি
প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন এবং ভোরে ঘুম থেকে উঠবেন। প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা ঘুম ভীষণ জরুরি। পর্যাপ্ত ঘুম আপনাকে দূরে রাখবে কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে।

প্রেমিক-প্রেমিকা বসে গল্প করছে। এমন সময় প্রেমিকার বান্ধবীরা হাজির। এসেই প্রশ্ন করতে লাগলো—
বান্ধবীরা: এটা কে রে?
প্রেমিকা: আমার ভাই।
বান্ধবীরা: কেমন ভাই রে? চাচাতো, মামাতো, খালাতো না ফুফাতো?
প্রেমিকা: না, এসব কিছুই না।
বান্ধবীরা: তাহলে কী ভাই, বলবি তো?
প্রেমিকা: ও আমার ভালোবাসাতো ভাই!

হোটেলের মানেজার হলে যে সুবিধা
অনেক দিন ধরে দুপুর বেলা একই রেস্টুরেন্টে খাবার খায় রফিক সাহেব। আজ খেয়ে খুবই তৃপ্তি পেলেন। তাই ওয়েটারকে ডেকে বললেন—
রফিক: এই প্রথম তোমাদের রেস্টুরেন্টে ভালো মানের খাবার পেলাম।
ওয়েটার: বলেন কি স্যার?
রফিক: হ্যাঁ, তা-ই তো। আজ খাবারটা খুবই টেস্টি ছিল।
ওয়েটার: হায় হায়! মনে হয় ভুল করে ম্যানেজার স্যারের লাঞ্চটা দিয়ে দিয়েছি!

অন্যদিকে, দেশের মধ্যে সবচেয়ে ভালো বা সেরা বুস্টার কভারেজ হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (৭৮%)। তারপরই রয়েছে লাদাখ (৫৯%), পুদুচেরী (৪২%), ছত্তিশগড় (৩৫%) এবং অন্ধ্রপ্রদেশ (৩৪%)।

অন্যদিকে ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি ও কোভিডের ফ্রন্টলাইন যোদ্ধা,যাঁদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ গ্রুপ বলা হচ্ছে, তাঁদের মধ্যে ৩৫ শতাংশ বুস্টার ডোজ গ্রহণ করেছে। তথ্য বলছে, বুস্টার ডোজ গ্রহণের ক্ষেত্রে দেশের ৫টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল রেড জোনে রয়েছে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: কোভিডের বুস্টার ডোজ নিয়ে রীতিমতো ভয়ংকর পরিস্থিতি-ই তুলে ধরছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য়। পরিসংখ্যান বলছে, ১৮ থেকে ৫৯ বয়সের মধ্যে মাত্র ১২ শতাংশ কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করেছে।

2/5
কোভিড টি

বিরোধিতার মুখে পদত্যাগ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সঙ্গে এগিয়ে আসছে দেশটির নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়ার সময়। সোমবার নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে যুক্তরাজ্য।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কনজারভেটিভ পার্টির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস (৪৭) অথবা সেই দলের সাবেক চ্যান্সেলর রিশি সুনাক (৪২)— দুজনের মধ্যে কে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তা জানা যাবে সোমবার সন্ধ্যায়।

অভিনেত্রী মহালক্ষ্মী তার পোস্টে লিখেছেন, ‘আমি সৌভাগ্যবান যে তোমাকে আমার জীবনে পেয়েছি। ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন পূর্ণ করে দিয়েছো। আমি তোমাকে ভালোবাসি।’

ব্রিজে হাঁটলেও টোল দিতে হবে
আকাশ: আমার বাবা এতই মোটা যে, ক্রিকেট খেলা দেখার সময় বাবা যখন টিভির সামনে দিয়ে হেঁটে যান; তখন।
কুসুম: তখন কী?
আকাশ: দু’একটা বল মিস করে ফেলি।
কুসুম: আর আমার বাবা এতই মোটা যে, কোনো ব্রিজে হাঁটতে গেলে।
আকাশ: হাঁটতে গেলে কী হয়?
কুসুম: তার কাছে টোল দাবি করে!

Show older